#নয়াদিল্লি: প্রথমবার অর্থমন্ত্রী হয়েই ব্রিফকেস সংস্কৃতির অবসান ঘটিয়েছিলেন নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। বদলে এনেছিলেন 'বহি খাতা'। ঐতিহ্যবাহী লাল শালুতে মুড়ে সংসদে প্রবেশ করেছিল বাজেটের নথি।
চলতি বছরে করোনা আবহে 'বহি খাতা'রও বিদায়।