দ্য ওয়াল ব্যুরো: বেসরকারি ল্যাবরেটরিতে (private labs) কোভিড ১৯ (covid 19) এর আরটি-পিসিআর (rt-pcr test)পরীক্ষার খরচ (charge) প্রায় অর্ধেক কমানোর সিদ্ধান্ত নিল রাজ্য। ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন (commission) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, এখন থেকে আরটি-পিসিআর টেস্টের জন্য বেসরকারি ল্যাবগুলি ৫০০ টাকা নেবে।